মেঘে মেঘে যায় বেলা, অজয় সঙ্গী আমার খেলার।
ছেঁড়া ছেঁড়া মেঘ অবাক অজয়, সঙ্গী হবে আজ...
রঙের আলো পড়ছে চুঁয়ে, চিবুক কপাল ভেসে, সোঁদা প্রাণে বৃষ্টি নামে, অজয় নদের দেশে।
মাতাল অজয় পাড় ভাসিয়ে ঢুকলো ভেতরঘরে, তোমায় মনে পরে।
এই খরা, এই বন্যা আনে হৃদয়ঝুরির দেশে, অজয় আমায় হাতছানি দেয় বহুরূপীর সাজে।
সাদা মেঘে উথাল পাথাল আমার শখের ঘর, অজয় আমায় অঙ্ক ভোলায়, সমস্ত রাত ঝড়
Thanks so much for your appreciation..